পুলিশ নিশ্চিত করেছে যে, শোলাকিয়ায় গতকাল ঈদের জামায়াতের সময় হামলকারীদের একজন ছিল ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার নাম আব...
পুলিশ নিশ্চিত করেছে যে, শোলাকিয়ায় গতকাল ঈদের জামায়াতের সময় হামলকারীদের একজন ছিল ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
তার নাম আবীর রহমান বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শোলাকিয়ায় গতকাল পুলিশের ওপর হামলার পর পালিয়ে যাওয়ার সময় এই তরুণ নিহত হয়।
হামলকারী তরুণ ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবীর রহমান।
তবে এর বেশি কোন তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।
আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত এটুকুই আমরা জানতে পেরেছি। এর বেশি তথ্য যখন আমরা জানতে পারবো আপনাদের জানাবো।
উল্লেখ্য, শোলাকিয়ায় ৮ থেকে ১০ জন হামলায় অংশ নেয় বলে পুলিশ ধারণা করছে।
অন্য হামলাকারীদের ধরার জন্য গোয়েন্দা পুলিশ সেখানে এখনো তৎপরতা চালাচ্ছে।
গতকাল এই হামলায় দুজন পুলিশ সদস্য সহ ৪ জন নিহত হয়।