লিউডের জনপ্রিয় ‘দাবাং’ সিনেমা সিরিজে সালমান খান এবং সোনাক্ষী সিনহার রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। মাঝে গুঞ্জন উঠেছিল এ সিরিজের পরবর্তী ...
লিউডের জনপ্রিয় ‘দাবাং’ সিনেমা সিরিজে সালমান খান এবং সোনাক্ষী সিনহার রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। মাঝে গুঞ্জন উঠেছিল এ সিরিজের পরবর্তী সিনেমা অর্থাৎ ‘দাবাং-থ্রি’ তে থাকছেন না সোনাক্ষী।
তবে প্রযোজক আরবাজ খান নিশ্চিত করেছেন ‘দাবাং-থ্রি’ সিনেমায় থাকছেন সোনাক্ষী সিনহা। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সোনাক্ষী ‘দাবাং-থ্রি’ সিনেমায় অভিনয় করবেন, তাকে কী রূপে দেখা যাবে তা চিত্রনাট্য তৈরি হলেই জানা যাবে। তবে সিনেমায় আরো একজন নায়িকা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, সোনাক্ষী সিনহার পরিবর্তে ‘দাবাং-থ্রি’ সিনেমায় অভিনয় করবেন পরিণীতি চোপড়া। ২০১৭ সালের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।