দাদাবাড়ি ঝিনাইদহ মহেশপুরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া হলো না সাজিদ হাসান প্রতীকের। যশোর শহরের ঘোষপাড়া এলাকায় বাইপাস সড়কে (ঢাকা র...
দাদাবাড়ি ঝিনাইদহ মহেশপুরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া হলো না
সাজিদ হাসান প্রতীকের। যশোর শহরের ঘোষপাড়া এলাকায় বাইপাস সড়কে (ঢাকা রোড)
ইজিবাইক উল্টে মর্মান্তিক মৃত্যু হয় ১৩ বছর বয়সী প্রতীকের। মঙ্গলবার দুপুরে
দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রতীক যশোর বিএএফ শাহীন কলেজের ষষ্ঠ শ্রেনীর ছাত্র
ছিল। সে শহরের ঘোপ সেন্টাল রোড এলাকার বাসিন্দা অহেদুর রহমান ও কল্পনা
আক্তার দম্পতির ছেলে। স্বজনরা জানায়, দাদাবাড়ি ঈদ করবে বলে বাবা অহেদুর
রহমান একটি ইজিবাইক যোগে তাকে পালবাড়ি মোড়ে মহেশপুরের বাসে উঠিয়ে দিতে নিয়ে
যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে ঢাকা রোড ঘোষপাড়া এলাকায় একটি বাসকে সাইড
দিতে গিয়ে ইজি বাইকটি উল্টে যায়। এ সময় একটি লোহার রড প্রতীকের এক কান দিয়ে
ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবাসহ স্থানীয় লোকজন
প্রতীকের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের জরুরি বিভাগে
দায়িত্বরত চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার সময় প্রতীক জীবিত ছিল।
ওয়ার্ডে নেওয়ার পর তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু
হয়েছে বলে জানান ডা. দাস।হাসপাতালে ছেলের মরদেহের পাশে নিথর দাঁড়িয়ে ছিলেন
মা কল্পনা আক্তার। কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না প্রতীক আর নেই ।