নড়াইলের আগদিয়া-শিমুলিয়া এলাকায় রাতের খাবার খেয়ে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন আরো ১৬ জন।বুধবার দিবাগত রাত ৯...
নড়াইলের আগদিয়া-শিমুলিয়া এলাকায় রাতের খাবার খেয়ে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন আরো ১৬ জন।বুধবার দিবাগত রাত ৯টার দিকে ওই এলাকার জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসায় (এতিমখানা) এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ (৮) ও শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।
কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস সরদার জানান, রাত সাড়ে ৯টার দিকে ভাত, শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্য ছাত্রদের খুলনা আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনকে মৃত ঘোষণা করা হয়।তবে ধারণা করা হচ্ছে-খাদ্য বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে থাকতে পারে বলে জানান তিনি।নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় ১০৩৮ ঘণ্টা ২৮ জুলাই, ২০১৬