‘সুলতান’ ছবি মুক্তির আগেই আশা করা হচ্ছিল ছবিটির আয় ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। মুক্তির পর হয়েছেও তাই। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে, সালমা...
‘সুলতান’ ছবি মুক্তির আগেই আশা করা হচ্ছিল ছবিটির আয় ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। মুক্তির পর হয়েছেও তাই। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে, সালমান-আনুশকা অভিনীত এই ছবি।
মাত্র তিনদিনেই সালমানের খানের ‘সুলতান’র আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। বাণিজ্য বিশ্লেষক তারাণ আদর্শ টুইটারে এই তথ্য জানিয়েছে।
যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তির প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। এ নিয়ে অভিজাত ক্লাবটিতে সালমানের ১০টি ছবি ঢুকতে পেরেছে। বলিউডের আর কোনো তারকার এই অর্জন নেই। সালমানের পরে আছেন শাহরুখ। তার ঝুলিতে আছে ছয়টি ছবি।
হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খানকে ঘিরেই ছবিটির গল্প। এ চরিত্রে অভিনয় করেছেন সালমান। সুলতানের প্রেমিকা কুস্তিগীর আরফা চরিত্রে আছেন আনুশকা শর্মা।গত ৬ জুলাই ভারতের চার হাজার ও অন্যান্য দেশের ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘সুলতান’। প্রথম দিনেই ৩৬ কোটি ৫৪ লাখ রুপি আর দ্বিতীয় দিনে ‘সুলতান’-এর ঘরে এসেছে ৩৭ কোটি ২০ লাখ রুপি।