চমকে উঠবেন না! বায়োপিক তৈরি হচ্ছে সানি লিওনের উপর। সানির ব্যক্তিগত জীবন নিয়ে, তাঁর পর্ন মুভিতে অভিনয় করবার অতীত নিয়ে এই ছবির কাহিনী। পরিচালনা করবেন অভিষেক শর্মা। ‘তেরে বিন লাদেন’-এর মত সিনেমা পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে পরিচালক অভিষেক শর্মার। সিনেমায় অভিনয় করতে দেখা যেতে পারে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানির ভূমিকায় অভিনয় করবেন সানি লিওন নিজেই।
একথা নিশ্চয়ই অজানা নয়, এর আগে সানি লিওনের ওপর একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে। কানাডার একজন চিত্র সাংবাদিক দিলীপ মেহেতা সানি লিওনের ওপর তথ্য চিত্র তৈরি করেন।
সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দু’জন মিলেই সিনেমাটি প্রযোজনা করবেন। ২০১৬-তেই এই ফিল্মটি রিলিজ করবে ভারতে।
আরএম-৫১/২৯-০৭ (বিনোদন ডেস্ক, সূত্র: জিনিউজ)
0 coment rios: