সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খানের ছবি ‘সুলতান’। সুলতান চরিত্রে সালমান নাকি একেবারেই অপ্রতিরোধ্য অভিনয় করেছেন। অনেকেই মন্তব্য করছেন সালমান এক ‘ক্ষ্যাপা ষাঁড়’। মন্তব্যটি করেছেন বলিউড অভিনেতা সতীশ কৌশিক। এক টুইটার পোস্টে এমনটিই লিখেছেন তিনি, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
টুইটারে সতীশ লিখেন, ‘উফফ সুলতান একটা ছবি বটে। সালমান খানের অভিনয়ও লা-জওয়াব। যেন একটি ক্ষ্যাপা ষাঁড়… অপ্রতিরোধ্য… সুলতানের সব অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের জন্য রইল সালাম।’
গত বুধবার মুক্তি পায় ‘ইয়াশ রাজ ফিল্ম প্রোডাকশন’ প্রযোজিত এই ছবি। ‘সুলতান’ মুক্তির আগে নিজেকে ‘ধর্ষিত নারী’র সাথে তুলনা করে বেশ সমালোচনার মুখে পড়েন সালমান খান। তবে এ ঘটনা কোনো কালো ছায়া ফেলতে পারেনি ‘সুলতানে’র ওপর।
মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল ৩৬ কোটি রুপি। আর সপ্তাহ শেষে গতকাল শনিবার পর্যন্ত ছবিটি তুলে নিয়েছে ১৫০ কোটি রুপি। এবারও সালমানের ছবি ব্ক্সঅফিসে হিটের তালিকায় উপরে উঠে যাবে বলে ধারণা করা হচ্ছে।
0 coment rios: