বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এর আগে পরপর দুই সেমিস্টার অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হতো।
এ ছাড়া আজকের বৈঠকে কোনো শিক্ষার্থী টানা ১০ দিন ক্লাশে অনুপস্থিত থাকলে তার ব্যাপারে তথ্য দিতে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে এবঙ শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীরা সরাসরি জড়িত ছিলেন। এঁদের মধ্যে হলি আর্টিজানে হামলাকারী নিবরাস ইসলাম সাবেক এবং শোলাকিয়ায় হামলাকারী আবির রহমান বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী। এঁদের মধ্যে আবির কয়েক মাস ধরেই নিখোঁজ ছিলেন। এঁরা দুজনই হামলার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
শিক্ষা ডেস্ক
0 coment rios: