যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে গাছ থেকে পড়ে রঞ্জু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জে...
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে গাছ থেকে পড়ে রঞ্জু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রঞ্জু ওই গ্রামের শামছুল হকের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ জানান, সকালে বাড়ির একটি গাছে ওঠলে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন রঞ্জু। এ অবস্থায় স্থানীয়রা রঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।