ভারতের তরুণ প্রজন্মের কাছে এক ক্রেজের নাম বলিউড তারকা আনুশকা শর্মা। অভিনয় ছাড়াও বাস্তব জীবনে ‘স্মার্টগার্ল’ হিসেবে পরিচিত তিনি। তাছাড়া...
ভারতের তরুণ
প্রজন্মের কাছে এক ক্রেজের নাম বলিউড তারকা আনুশকা শর্মা। অভিনয় ছাড়াও
বাস্তব জীবনে ‘স্মার্টগার্ল’ হিসেবে পরিচিত তিনি। তাছাড়া ভারতের তারকা
ক্রিকেটার বিরাট কোহলির গার্লফ্রেন্ড হিসেবেও তিনি মিডিয়ার আগ্রহের
কেন্দ্রবিন্দুতে থাকেন। এতদিন সম্মান অর্জন করে যে মুখ তিনি উজ্জ্বল
করেছিলেন সেই মুখে এবার লাগালেন চুনকালি!
গুরুতর
এবং আপত্তিকর কারণে বিতর্ক ছড়িয়েছে এই বলিউড কুইনকে ঘিরে। অভিযোগ উঠেছে
তিনি সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিকে আবদুল কালামকে চেনেন না!
আবদুল কালামের প্রতি সম্মান জানাতে গিয়ে তিনি তাকে অপমান করেছেন বলে অভিযোগ
উঠেছে। মহান ভারতীয় বিজ্ঞানী আবদুল কালামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে
আনুশকা টুইটারে এক বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন, ‘এবিজে কালাম আজাদের
মৃত্যুর খবরে আমি শোকাহত’। তার এই বিবৃতির পর সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল
মিডিয়ায়। অবস্থা বেগতিক দেখে ভুল শুধরে আবার বিবৃতি দেন তিনি। তবে, তার
অজ্ঞতা যে কোন পর্যায়ে, তা বুঝিয়ে দেন দ্বিতীয় টুইটে। ভুল শোধরানোর পরও
আনুশকা লেখেন ‘এপিজে কালাম আজাদ’। এরপর বিভিন্ন মহলে তাকে নিয়ে ছি ছি রব
ওঠার পর তৃতীয়বার অনেক লেখাপড়া করে নামটা সঠিকভাবে লেখেন।