সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য যশোর বোর্ডে ১৬ হাজার ৩৮৩টি আবেদনপত্র জমা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষাবোর্ডের
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এসএসরি ফল প্রকাশের দিন ৩০ মে
থেকে ৬ জুন পর্যন্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে এসব আবেদন জমা পড়ে। এর মধ্যে
সর্বাধিক আবেদন পড়েছে বাংলায় ২ হাজার ৮৪৪ টি এবং সবচেয়ে কম আবেদন পড়েছে
খ্রিস্টান ধর্ম শিক্ষায় মাত্র ৫ জন। পুনঃনিরীক্ষণের পর আগামী ২০ জুন ফলাফল
প্রকাশ করা হবে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের
কার্যালয় সূত্র মতে, ফল প্রকাশের পর সাত দিনের জন্য পুনঃনিরীক্ষণের জন্য
মোবাইলে এসএমএসর মাধ্যমে আবেদন নেয়া হয়। এতে ১৬ হাজার ৩৮৩ টি আবেদন জমা
পড়েছে। এবার যশোর বোর্ডে গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করলেও বেশি আবেদন
পড়েছে বাংলায়। বাংলার দুটি পত্রে মোট ২ হাজার ৮৪৪ টি আবেদন জমা পড়ে। এছাড়া
ইংরেজিতে ২ হাজার ৭৮০টি, গণিতে ১ হাজার ৭৪০ টি, উচ্চতর গণিতে ২ হাজার ৬টি,
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ১ হাজার ৮৬০ টি, পদার্থ বিজ্ঞানের ১ হাজার
১১৯টি আবেদন জমা পড়েছে।
এছাড়া শারীরিক শিক্ষা বিষয়ে ৯৪৯ টি, ইসলাম
ধর্ম শিক্ষায় ৯৩৩ টি, রসায়ন বিষয়ে ৮৭৯টি, জীব বিজ্ঞানে ৮৪৬টি, সাধারণ
বিজ্ঞানে ১০৭টি আবেদন জমা পড়েছে। এসব উত্তরপত্র পুনঃনিরীক্ষনের পর আগামী ২০
জুন ফলাফল প্রকাশ করা হবে বলে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব
চন্দ্র রুদ্র জানিয়েছেন।
0 coment rios: