জাস্টিন বিবারের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন সংগীত তারকা সেলেনা গোমেজ। আর তাই গত এক মাস ধরে গানের মাধ্যমে হতাশা কাট...
জাস্টিন
বিবারের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন সংগীত তারকা
সেলেনা গোমেজ। আর তাই গত এক মাস ধরে গানের মাধ্যমে হতাশা কাটাচ্ছেন সেলেনা।
সম্প্রতি নতুন একটি গান করেছেন তিনি। গানের নাম ‘গুড ফর ইউ’।
শুধু
অডিও রেকর্ডিং নয়, গানটির বড় আয়োজনের মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। পুরো
ভিডিওতে সেলেনা নিজেই পারফর্ম করেছেন। ভিডিওটিতে আবেদনময়ী হয়েই দর্শকদের
সামনে হাজির হবেন আলোচিত এ সংগীতশিল্পী। ভিডিওটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
গানটির একটি দৃশ্যে খোলামেলা সেলেনাকে আবিষ্কার করা যাবে।
এর আগে ব্যাপক খোলামেলা হয়ে বিভিন্ন গানে পারফর্ম করলেও এমন নগ্নভাবে আগে কখনও উপস্থাপিত হননি তিনি। এর বাইরে পুরো গানেই সেলেনা নিজের শরীর প্রদর্শন করেছেন বেশ সাবলীলভাবে। বহুল প্রতীক্ষিত এ ভিডিওটি নিয়ে সেলেনা নিজেও খুব উত্তেজিত।
এর আগে ব্যাপক খোলামেলা হয়ে বিভিন্ন গানে পারফর্ম করলেও এমন নগ্নভাবে আগে কখনও উপস্থাপিত হননি তিনি। এর বাইরে পুরো গানেই সেলেনা নিজের শরীর প্রদর্শন করেছেন বেশ সাবলীলভাবে। বহুল প্রতীক্ষিত এ ভিডিওটি নিয়ে সেলেনা নিজেও খুব উত্তেজিত।
এ বিষয়ে
তিনি টুইটারে লিখেছেন, অনেক দিন ধরেই নতুন ভিডিও দেয়ার পরিকল্পনা করছি
দর্শকদের। খারাপ একটা সময় পার করে এটা করা আমার জন্য খুব সহজ ছিল না। তবে
অবশেষে সবার সহযোগিতায় আমি ‘গুড ফর ইউ’র কাজ শেষ করেছি। এখানে নানা চমক
নিয়ে হাজির হবো। আশা করছি সবার ভাল লাগবে।
জাস্টিন
বিবারের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অনেকটাই হতাশায় ভুগছিলেন সেলেনা।
এমনকি বিভিন্ন অনুষ্ঠানে বিবারের জন্য সবার সামনে কেঁদেছেনও তিনি। তবে
কাঁদলেও তার দাম পাননি তিনি বিবারের কাছ থেকে। বিবার গানের বাইরে বর্তমানে
একাধিক নতুন বান্ধবীর সাথে সময় কাটাচ্ছেন। আর তাই নতুন সব গানের মাধ্যমে
হতাশা কাটাচ্ছেন সেলেনা।