
পাকিস্তান
দল বাংলাদেশ সফরের জন্য বর্তমানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জোর অনুশীলন
চালিয়ে যাচ্ছে। সেখানেই ফাওয়াদ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিপক্ষ
বাংলাদেশকে সহজ ‘শিকার’ হিসাবে দেখছেন না তারা। এ ক্ষেত্রে তিনি
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের নৈপুণ্যের কথা
উল্লেখ করেন।
ফাওয়াদ কাল গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শেষে
বলেন, ‘বাংলাদেশ এখন আর কোন সহজ শিকার নয়। পুরো বিশ্বকাপ জুড়েই তারা
সত্যিকার অর্থেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে।’
পাকিস্তানের
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর নিজের ফিটনেস ফিরে পেতে অনেক কাজ করেছেন বলে
জানান ফাওয়াদ। মারমুখী না হওয়ায় মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে সমালোচকরা
অনেক সময় খাটো করে দেখেন। যদিও এসব সমালোচকের উদ্দেশে পাকিস্তানের এই
ব্যাটসম্যানটি জানান, ‘তিনি দলের প্রয়োজনে ছক্কাও হাঁকাতে পারেন।’
ফাওয়াদ বলেন, ‘ছক্কা এবং চার হাঁকানো ছাড়াও এক দুই রানও একটি ইনিংস গড়ার
ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।’ ওয়ানডে ক্রিকেটে মিসবাহ-উল-হকের ভূমিকা উল্লেখ
করে তিনি আরো বলেন, ‘আমার প্রাথমিক দায়িত্ব হলো ইনিংস গড়া এবং আসন্ন সিরিজে
আমি এমনটাই করবো।’
0 coment rios: