২ এপ্রিল ময়মনসিংহের এক কিশোরীকে আল আামিন নামে তার এক মামা যশোরে কাজ দেয়ার জন্য আনে। ২ এপ্রিল বিকেলে যশোর পতিতা পল্লীতে বিক্রি করে মোটা অংকের টাকা নিয়ে সটকে পড়ে মামা নামধারী আল আমিন। এরপর মেয়েটিকে নানা বুঝ দিয়ে ঘরে দেয়ার চেষ্টা করলে সে চিৎকার দিয়ে পালিয়ে যায়। যশোর সিটি প্লাজার সামনে আসার পর স্থানীয় লোকজন কিশোরীকে রক্ষা করেন। তারা তাৎক্ষণিক দোকান থেকে তাকে একটি ওড়না কিনে দেন। পরে খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির হাবিলদার মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি কিশোরীকে নিজ হেফাজতে নেন। ওই সময় ঘটনাটি জানতে যোগাযোগ করা হলে হাবিলদার মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, পিতার সাথে ইয়াসমিন চলে গেছে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেছে, তথ্যটি সঠিক নয়।
তবে রাতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই
রফিকুল ইসলাম জানান, কিশোরীকে উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।
অভিভাবক পাওয়া গেলে তাদের জিম্মায় দেয়া হবে। এদিকে শুক্রবার খোঁজ নিয়ে জানা
গেছে, অভিভাবক না পাওয়ায় ইয়াসমিনের ঠাঁই হয়েছে শেল্টারহোমে। বৃহস্পতিবার
রাতে রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজহারুল ইসলাম তাকে নিয়ে যান। এ
বিষয়ে কোতয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
0 coment rios: