১২ দিনব্যাপী যশোর বইমেলার উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার(২৫ এপ্রিল) বিকেলে যশোর টাউন হল ময়দানে এ বইমেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়ের জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে অন্য কিছুর পরিবর্তে বই উপহার দিতে হবে। নতুন নতুন বই পড়ে তারা প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠবে।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি ও সহ-সভাপতি মাজাহারুল ইসলাম।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতা এবং যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় ১২দিনব্যাপী এ বইমেলায় ৬৮টি স্টল অংশ নিয়েছে।
২৬ এপ্রিল, ২০১৫
Author: Online Desk
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: