যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ জেলা বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে। শুক্রবার বিকালে জেল খানা থেকে জামিনে মুক্তি পওয়ার সাথে সাথ...
যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ জেলা বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে।
শুক্রবার বিকালে জেল খানা থেকে জামিনে মুক্তি পওয়ার সাথে সাথে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি মোপাশা, রেলগেট পশ্চিমপাড়া এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান, রুপদিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে শরিফুল ইসলাম, নূর ইসলাম গাজীর দু’ছেলে আব্দুল্লাহ এবং হাবিবুল্লাহ।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শোয়েব উদ্দিন জানিয়েছেন, শুক্রবার বিকালে তাদের জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তার নিদের্শে আটক করা হয়েছে। এবং গত ১৫ জানুয়ারি যশোর হোমিওপ্যাথিক কলেজের সামনে রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানবাহনে আগুন এবং বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দায়ের করা মামলার আসামি তারা।
শুক্রবার বিকালে জেল খানা থেকে জামিনে মুক্তি পওয়ার সাথে সাথে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি মোপাশা, রেলগেট পশ্চিমপাড়া এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান, রুপদিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে শরিফুল ইসলাম, নূর ইসলাম গাজীর দু’ছেলে আব্দুল্লাহ এবং হাবিবুল্লাহ।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শোয়েব উদ্দিন জানিয়েছেন, শুক্রবার বিকালে তাদের জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তার নিদের্শে আটক করা হয়েছে। এবং গত ১৫ জানুয়ারি যশোর হোমিওপ্যাথিক কলেজের সামনে রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানবাহনে আগুন এবং বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দায়ের করা মামলার আসামি তারা।