
বিসওয়াল-তারানকোর বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা
হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।
এক ই-মেইল বার্তায় তিনি বলেন, “দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলের নানা
ইস্যুতে নিয়মিত আলোচনার অংশ হিসেবে বুধবার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার
ফার্নান্দেজ তারানকোর সঙ্গে তিনি (বিসওয়াল) বৈঠক করেন।
“আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন এবং বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানান।”
বাংলাদেশের রাজনীতিকদেরই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ওপর
তারা গুরুত্ব দিয়েছেন বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা।
0 coment rios: