ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল
বরকত জাদুঘর ও সংগ্রহশালার নিরাপত্তাকর্মী শঙ্কর চন্দ্র রায়ের (২৮) ফাঁস
দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার
সকাল সোয়া ১১টার দিকে জাদুঘরের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ
থানার এসআই মো. আক্তারুজ্জামান জানান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের
ভিতরে জাদুঘর অবস্থিত। জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা খবর
দিলে শঙ্কর চন্দ্র রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তার
এক ভগ্নিপতি জানান শঙ্কর চন্দ্র অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।
তার চিকিত্সার কিছু কাগজ-পত্রও দেখান তার ভগ্নিপতি। ধারণা করা হচ্ছে
মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে
বিস্তারিত জানা যাবে। তার বাবার নাম শক্তি রঞ্জন রায়। নোয়াখালী জেলার
অমরপুরের কবিরহাট তার গ্রামের বাড়ি।
সার্জেন্ট
জহুরুল হক হলের প্রভোষ্ট অধ্যাপক আবু মো: দেলোয়ার হোসেন বলেন, শঙ্করের
মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিত্সা দেয়া হচ্ছিল। মানবিক কারণে তাকে
চাকরিতে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন হয়েই সে
আত্মহত্যা করতে পারে।
0 coment rios: