
রায়
ঘোষণার পর দেশটির উচ্চ আদালত মামলার পুনর্বিচারের নির্দেশ দেয়ার পর এই
জামিন মঞ্জুর করা হল। এর ফলে দীর্ঘ ৪১১ দিন বন্দী থাকার পর অবশেষে মুক্ত
পেতে যাচ্ছেন আলজাজিরার এই দুই সাংবাদিক। মিশরে নিষিদ্ধ ঘোষিত মুসলিম
ব্রাদারহুডের পক্ষ নিয়ে সংবাদ প্রচারের অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছিল।
এই
দুই জনের জামিন নিয়ে প্রতিক্রিয়ায় আলজাজিরার মুখপাত্র বলেছেন, 'সঠিক পথে
যাওয়ার দিকে জামিন একটি ক্ষুদ্র পদক্ষেপ। আমরা আশা করছি মামলাটির পরবর্তী
শুনানিতে দুইজনকেই অভিযোগ থেকে নিঃশর্ত রেহাই দেয়া হবে।' উল্লেখ্য এই দুই
সাংবাদিকের জামিন মঞ্জুর হলেও মামলাটি এখনো খারিজ করেনি আদালত। সূত্র:
আলজাজিরা
0 coment rios: