মেট্রোরেলের নির্মাণ কাজের প্রথম
দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ওবায়দুল
কাদের বলেন, প্যাকেজ-৮’র সম্ভাব্য ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে
প্রাকযোগ্যতা যাচাইয়ে শুক্রবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়।
প্যাকেজ-৮’র
আওতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রোলিং স্টক এবং ডিপো ইক্যুপমেন্ট ও
ডিপো রোলিং স্টক সংগ্রহ করা হবে। এর আওতায় যাত্রাবিরতিতে ট্রেন রাখার
স্থান, মেট্রোরেল প্ল্যান্ট, ওয়ার্কসশ, অপারেশন কন্ট্রোল সেন্টার,
ইলেক্ট্রিক্যাল ভবন, ওয়াশিং প্ল্যান্ট, ট্রেনিং সেন্টারসহ অন্যান্য স্থাপনা
নির্মাণ করা হবে।
তিনি
জানান, প্যাকেজ-৭’র প্রাকযোগ্যতা যাচাইয়ে দরপত্র এবং প্যাকেজ-১’র
আন্তর্জাতিক দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে। ২০১৫ সালের মধ্যে ৮টি
প্যাকেজের দরপত্র আহ্বান স
0 coment rios: