
চীনা
গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘ক্রাউচিং টাইগার’ অভিনেত্রী জাঙ
জিই’র প্রেমিক মিউজিশিয়ান ওয়াঙ ফেঙ। গত শনিবার জাঙ এর ৩২ জন্মদিনের
পার্টিতে ভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ওয়াং ফেঙ। একটি সাদা ড্রোনে
করে জাঙ-কে হীরার আংটি পাঠিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
প্রেমিকের এরকম প্রস্তাব দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন জাঙ। সঙ্গে সঙ্গে
সম্মতিও জানিয়েছেন তিনি।
এর একদিন পরে জাঙ এক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যার নিচে লেখা ছিল ‘আই ডু’।
আর্ট
ফিল্ম ‘ক্রাউচিং টাইগার’ ও ‘হিডেন ড্রাগন’ অভিনয়ের জন্য বেশি পরিচিত জাঙ।
এছাড়া ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে
‘গ্রান্ডমাস্টার’, ‘মেমোরিস অব এ গেইসা’ এবং ‘হাউজ অব ফ্লাইং ড্যাগারস’।
জাঙ এর সঙ্গী ওয়াঙ চীনের একজন জনপ্রিয় রকস্টার। এর আগে তিনি দুইবার বিয়ে করেছিলেন।
0 coment rios: