
বিচার
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কোয়াশিউংয়ের একটি কারাগারের ছয় বন্দি
অস্ত্র লুট করে এক কারা তত্ত্বাবধায়ক ও এক রক্ষীকে জিম্মি করে। এই ছয়
বন্দীর সকলেই পরে আত্মহত্যা করে। এসব বন্দী হত্যা, মাদকসহ বিভিন্ন বড়
অপরাধের দায়ে সাজা ভোগ করছিল।
তাইওয়ানের
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দীরা কারাগারের অব্যবস্থাপনাসহ তাদের সঙ্গে
ন্যায় বিচার করা হয়নি অভিযোগ করে তাদের সাজার বিরুদ্ধে প্রতিবাদ করছিল।
পুলিশ পুরো কারাগারটিকে চারদিক থেকে ঘিরে রাখে। জিম্মিরা অক্ষত রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সেখানে ২৫০ জনেরও বেশি পুলিশ ছিল।
তাইওয়ানের
কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সাড়ে চারটার দিকে
কারাগারের ছয় বন্দি অসুস্থ হওয়ার ভান করে দুই রক্ষীর অস্ত্র কেড়ে নিয়ে
তাদের জিম্মি করে। ারা রক্ষীদের অস্ত্রভা্লারে নিয়ে যেতে বাধ্য করে। সেখান
থেকে তারা চারটি রাইফেল, ছয়টি বন্দুক ও ২০০ রাউন্ড গুলি লুট করে
0 coment rios: