তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু বলেছেন, কেবল অপারেটরা এখন থেকে তাদের নিজস্ব কেবল
চ্যানেলে কোনো বাংলাদেশি চলচ্চিত্র চালাতে পারবে না। এরপরই চালালে তাদের
লাইসেন্স বাতিল করা হবে। মঙ্গলবার এস এ হক অলিক পরিচালিত নতুন সিনেমা ‘আরো
ভালোবাসবো তোমায়’-এর মহরত অনুষ্ঠানে এসে তিনি এই কথা বলেন।
হাসানুল
হক ইনু জানিয়েছেন, ভিডিও পাইরেসি বন্ধে আইনের যত ফাঁকফোকড় আছে তা বন্ধে
ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। এমনকি ইউটিউবে বাংলা চলচ্চিত্র
ছেড়ে দেয়ার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নিচ্ছেন।
তিনি
বলেন, আমার বিশ্বাস চলচ্চিত্রাঙ্গনে যারা ছয় মাস ধরে ঘোরাফেরা করছেন তারা
আমার সঙ্গে একমত হবেন যে চলচ্চিত্র শিল্পটি নতুন করে পুনর্জন্ম নিয়েছে। এখন
বিএফডিসিতে নিত্যনতুন যন্ত্রপাতি আসছে। নতুন চলচ্চিত্র নির্মাণের পরিবেশ
তৈরি হচ্ছে।
তথ্যমন্ত্রী
জানান, গাজীপুরের কালিয়াকৈরে ১০৫ একর জমিতে তিনি একটি সিনেমা সিটি নির্মাণ
করতে চাইছেন যেখানে শুধু চলচ্চিত্র বিষয়ক কাজই নয়, পর্যটন কেন্দ্রও গড়ে
তোলা হবে।
0 coment rios: