জাপানের
রাজধানী টোকিওতে ৩ দশমিক ৩৪ বিলিয়ন ইয়েনসহ কুড়িয়ে পাওয়া একটি ব্যাগ
পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন দেশটির রাজধানীর কয়েকজন বাসিন্দা।
বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ২১৫ কোটি টাকার সমান। গত বছর একটি
স্পোর্টস ব্যাগে ওই টাকা পরিত্যক্ত অবস্থায় পায় কয়েকজন। খবর- গার্ডিয়ানের।
গত
সোমবার টোকিও মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র কুড়িয়ে পাওয়া ওই বিপুল
পরিমাণ অর্থের কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, ইয়েন ভর্তি ব্যাগ কুড়িয়ে
পাওয়ার পর তারা স্থানীয় থানায় ফেরত দিয়ে যায়। কুড়িয়ে পাওয়া অর্থের তিন
চতুর্থাংশ এর আসল মালিকে কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থ ফেরত দেয়ার এই
ঘটনাটিকে জাপানের নাগরিকদের স্বততার উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাপানের
আইন অনুযায়ী যিনি অর্থ হারিয়েছেন তিনি যদি তিন মাসের ভেতর দাবি না করেন
তবে যিনি অর্থ কুড়িয়ে পেয়েছেন তিনি এর মালিক হয়ে যান। কিন্তু আশ্চর্যের কথা
হল, ইয়েন ভর্তি ব্যাগটি যারা পেয়েছিলেন তারা এর ওপর কোন দাবি রাখেননি। ফলে
আসল মালিক খুঁজে না পাওয়ায় ৩৯০ মিলিয়ন ইয়েন সরকারি কোষাগারে জমা করা
হয়েছে।
২০২০
সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিককে সামনে রেখে স্থানীয় মিডিয়াগুলো
ঘটনাটিকে ফলাওভাবে প্রচার করে বলছে, জাপান পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ।
0 coment rios: