ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মহেশপপুর উপজেলার
জলুলী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ফয়েজ উদ্দিন ( ৪০ ) ও লেবুতলা গ্রামের
মিরাজ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম ( ৩৫ )।
বিজিবি’র যাদবপুর
কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, ভোর রাতে তারা লেবুতলা
গ্রাম থেকে ৬১ নম্বর মেইন পিলারের অধিন ৬ এস পিলারের পাশ দিয়ে জিরো লাইন
অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার
কাশীপুর ক্যাম্পের বিএসএফ’র একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
এতে ঘটনাস্থলে ওই দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী মারা যান। তাদের লাশ ভারতের
ভিতর কাটাতারের বেড়ার পাশে পড়ে আছে। বিজিবি’র পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ
জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।
0 coment rios: