
আসল
ব্যাপার হচ্ছে, জুবায়ের খান (২৮) ব্রিটেনে থাকার মেয়াদ বাড়ানোর জন্য এই
ভুয়া বিয়ে আয়োজন করেছিলেন। তিনি ঘটক খালিক দাদ খানের মাধ্যমে কনে হিসেবে
হাঙ্গেরিয়ান তরুণী বিয়াটা জিলাগিকে (৩৩) নির্বাচন করেন। যথাসময়ে বিয়ে
নিবন্ধন করতে গিয়ে কনের নাম ভুলে যান জুবায়ের। খালিক দাদ খানের সঙ্গে
মোবাইলে যোগাযোগ করে কনের নাম জানতে চান তিনি। এটি খেয়াল করেন নিবন্ধকরা।
পরে ঘটকসহ তিনজনকেই আটক করা হয়।
তদন্ত
করে দেখা যায় আটককৃতরা ভুয়া বিয়ের আয়োজন করেছিলেন। এটি অভিবাসী আইনের
লঙ্ঘন। অপরাধ প্রমাণিত হওয়ায় পূর্ব লন্ডনে বসবাসরত জুবায়েরকে ২০ মাস ও
জিলাগিতে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছে হাল ক্রাউন আদালত। অন্যদিকে ঘটক খালিদকে দেয়া হয়েছে ২০ মাসের কারাদণ্ড । সূত্র: টেলিগ্রাফ।
0 coment rios: