
মরিয়মের
স্বামী একিম আলী গাজী জানান, দুই স্ত্রীর মধ্যে মরিয়ম ছোট। বড় স্ত্রীর তিন
ছেলে ও দুই মেয়ের মধ্যে জাফর আলী (৪৪) বড়। মঙ্গলবার বেলা দুইটার দিকে
বাড়ির উঠানে শিমের মাচা দেয়া নিয়ে জাফর আলীর সাথে মারিয়মের কথা কাটাকাটি
হয়। এসময় জাফর ধারালো ছুরি দিয়ে ও বাঁশের লাঠি দিয়ে মরিয়মকে আঘাত করলে সে
গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ভর্তি করলে
সেখানে অবস্থার অবনতি হলে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে মরিয়ম মারা যাওয়ার পরপরই জাফর আলী পরিবার নিয়ে পালিয়ে গেছে।
এ
বিষয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান ঘটনা
নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে
আছে।
0 coment rios: