
বাড়ির মালিক নাসির উদ্দীন জানান, গত কয়েক
দিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন চাঁদাবাজরা। চাঁদার
টাকার না পেয়ে তার বাড়ির গেটে দুটি বোমা রেখে যায়। পুলিশে খবর দিলে তারা
বোমাগুলো উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত সম্পাদক (ওসি)
আকরাম হোসেন জানান, কালো টেপ দিয়ে মোড়ানো বস্তু দুইটি দেখতে বোমার মত।
আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো রাখা হতে পারে। চাঁদাবাজ চক্রকে ধরতে অভিযান
চলছে।
0 coment rios: