জেলার সেনানিবাসের গল্ফ এ্যান্ড কান্ট্রি ক্লাবে টেকনো এইচভিএসি (হেটিং
ভেনটিলেশন এয়ার কন্ডিশন সিস্টেম লিমিটেড) গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ১২ জুনিয়র ৮ জন নারীসহ সর্বমোট ৬৯ জন গলফার অংশ নেয়।
শনিবার
সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া
কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
খেলা
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া
কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
এসময়
টেকনো এইচভিএসি, হেটিং ভেনটিলেশন এয়ার কন্ডিশন সিস্টেম লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ উচ্চ পদস্থ সামরিক ব্যক্তিবর্গ ও
তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১ ফেব, ২০১৫
Author: Online Desk
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: