অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানের কারণে বেদখল হয়ে যাচ্ছে যশোর শহরের অনেক রাস্তা ও ফুটপাত। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরে চলাচলকারী মান...

শহর ঘুরে দেখা গেছে, ব্যস্ততম সড়কের দুপাশ জুড়ে রয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ স্থাপনা। এতে কোন কোন সড়কের প্রশস্ততা কমে গেছে। ভ্রাম্যমাণ দোকানের মধ্যে শীত মওসুমের গরম কাপড়ের দোকান ছাড়াও রয়েছে অসংখ্য চটপটি ও খাবারের দোকান। কোন কোন সড়কে স্থায়ী দোকান বানিয়েও ব্যবসা করছেন অনেকে। দড়াটানা ব্রিজের দুপাশ গাড়িখানা রোড, রেল রোডসহ বিভিন্ন সড়কে বসেছে এ সকল দোকান। এইচএমএম রোডে রয়েছে সবচেয়ে বেশি দোকান। এই সড়কটি শহরের প্রধান ব্যস্ততম সড়ক। অসংখ্য অভিজাত ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে সড়কটিতে। কেনাকাটার জন্যে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এই সড়কে। কিন্তু সড়কে যত্রতত্র বসেছে ভ্রাম্যমাণ দোকান। যার ফলে সংকীর্ণ হয়ে পড়েছে সড়কটি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। দীর্ঘদিন ধরে সড়কগুলো বেদখল হয়ে থাকলেও প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়। এতে সাময়িকভাবে একই স্থান দখলমুক্ত হলেও কিছুদিনের ব্যবধানে পূর্বের অবস্থায় ফিরে যায়। যার ফলে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা বিক্রেতা ও পথচারীদের।