
বোস্টনের মেয়র
আগেই ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে
থেকে তুষার পরিষ্কার না করবে তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা
নেয়া হবে। আর পররাষ্ট্রমন্ত্রীকে জরিমানা করার মধ্যদিয়ে এ ঘোষণা বাস্তবায়ন
করা হয়।
জন কেরির বাড়ি বেকন হিল ম্যানশনের পাশে জমে থাকা বরফ না সরানোয় বৃহস্পতিবার কেরিকে ৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
কেরির
মুখপাত্র গ্লেন জনসন বোস্টন গ্লোব সংবাদমাধ্যমকে বলেছেন, কেরি দ্রুত
জরিমানার এই অর্থ পরিশোধ করেন। ইতিমধ্যে তার বাড়ির ফুটপাত ও আশপাশের জায়গা
থেকে বরফ পরিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য,
মেয়রের ওই ঘোষণার সময় কেরি ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
সঙ্গে সৌদি বাদশার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ছিলেন।
0 coment rios: