
তারা বলেছেন, ফ্রান্সের একটি সাপ্তাহিক ম্যাগাজিনে মহানবী (সা:) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করার পরেও বাংলাদেশ সরকার কোনো বিবৃতি কিংবা নিন্দা জানায়নি। এটা খুবই দু:খজনক।
এতে করে নাস্তিক মুরতাদেরা আরো বেশি আস্কারা পাচ্ছে। কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
শুক্রবার বাদ জুমআ নারায়ণগঞ্জ শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা রুহুল আমিন, ফখরুল ইসলাম, মাহাদী হাসান, আনিস আনসারীসহ নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, সরকারীভাবে ফ্রান্সের রাষ্ট্রদুতের মাধ্যমে নিন্দা জানাতে হবে। সেই সঙ্গে সে দেশের এমন ব্যাঙ্গাত্মক প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নতুবা ইসলামী ওয়ালামায়ে কেরাম এর কঠোর প্রতিবাদ করবে।
0 coment rios: