এসএসসি পরীক্ষার ফরমপূরণ বাবদ সরকার নির্ধারিত ও আইনগত আদায়যোগ্য ফি ’ র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে থাকলে তা ১৫ জান...
এসএসসি পরীক্ষার ফরমপূরণ
বাবদ সরকার
নির্ধারিত ও আইনগত আদায়যোগ্য ফি’র বাইরে
অতিরিক্ত অর্থ
আদায় করে
থাকলে তা
১৫ জানুয়ারির
মধ্যে শিক্ষার্থীদেরকে
ফেরত দেয়ার
জন্য স্কুল
কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদেশে বলা হয়,
আদেশের ব্যত্যয়
ঘটলে স্কুলগুলোর
বর্তমান ম্যানেজিং
কমিটি বাতিল
বলে গণ্য
হবে।
একই সঙ্গে
তারা আগামী
তিন বছরের
জন্য নির্বাচনের
জন্য অযোগ্য
বলে গণ্য
হবেন।
বিচারপতি কাজী রেজাউল
হকের ডিভিশন
বেঞ্চ এ
আদেশ দেন।
এর আগে হাই
কোর্ট সরকার
নির্ধারিত ফি’র বাই অতিরিক্ত
ফি আদায়ের
জন্য রাজধানীর
২০টি স্কুলের
প্রধান শিক্ষক
ও ম্যানেজিং
কমিটির সভাপতিকে
তলব করেছিল্। এ
মোতাবেক মঙ্গলবার
তারা আদালতে
হাজির হন। পরে
শুনানি শেষে
আদালত এ
আদেশ দেন।
কৌশলী এ কে এম এহসানুর
রহমান বলেন,
এ আদেশ
সমগ্র বাংলাদেশের
সকল স্কুলের
ক্ষেত্রে প্রযোজ্য
হবে।
এসএসসি
পরীক্ষার ফরমপূরণ বাবদ সরকার নির্ধারিত ও আইনগত আদায়যোগ্য ফি’র বাইরে
অতিরিক্ত অর্থ আদায় করে থাকলে তা ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদেরকে ফেরত
দেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদেশে
বলা হয়, আদেশের ব্যত্যয় ঘটলে স্কুলগুলোর বর্তমান ম্যানেজিং কমিটি বাতিল বলে
গণ্য হবে। একই সঙ্গে তারা আগামী তিন বছরের জন্য নির্বাচনের জন্য অযোগ্য
বলে গণ্য হবেন।
বিচারপতি কাজী রেজাউল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাই কোর্ট সরকার নির্ধারিত ফি’র বাই অতিরিক্ত ফি আদায়ের জন্য
রাজধানীর ২০টি স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে তলব
করেছিল্। এ মোতাবেক মঙ্গলবার তারা আদালতে হাজির হন। পরে শুনানি শেষে আদালত এ
আদেশ দেন।
কৌশলী এ কে এম এহসানুর রহমান বলেন, এ আদেশ সমগ্র বাংলাদেশের সকল স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- See more at: http://www.ittefaq.com.bd/wholecountry/2015/01/06/11001.html#sthash.4jvhCoIV.dpuf