ইউরোপিয়ান মিশনের উৎক্ষেপণ করা নিখোঁজ বিয়োগলটু (Beagle2) লাল গ্রহ মার্সের ভূপৃষ্ঠে দৃশ্যত অক্ষত খুঁজে পাওয়া গেছে। খবর বিবিসি’র।
কক্ষপথ থেকে উচ্চ-রেজ্যুলেশনের ধারণকৃত ছবি থেকে নিখোঁজ বিয়োগলটু’র অবতরণের স্থান সনাক্ত করা হয়। এবং এটা এক অংশে দেখা যায়।
যুক্তরাজ্য
পরিচালিত মর্মনীরক্ষণে প্যারাস্যুট এবং এয়ারব্যাগ ব্যবহার করে ২০০৩ সালের
বড়দিনে ওই ধুলাযুক্ত পৃথিবীতে অক্ষত রেখে বিয়োগলটু’র অবতরণের চেষ্টা করা
হয়- কিন্তু মর্মনিরীক্ষণের জন্য কোন রেডিও’র যোগাযোগ স্থাপন করা হয়নি।
অতি-বেগের ধাক্কায় বিয়োগলটু ধ্বংস হয়েছে বলে অনেক বৈজ্ঞানিক অনুমাণ করেন।
নাসার মার্স কক্ষপথের পরিভ্রমণকারীর ধারণকৃত নতুন ছবি মিথ্যা ধারণা দিয়েছে। এবং ইউরোপিয়ান মিশনের কী ঘটেছিল এর আভাস দেন।
0 coment rios: