ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরনের সাথে বারাক ওবামার সম্পর্ক যতই বন্ধুত্বপূর্ণ হোক না কেন,
টুইটারে ওবামা ডেভিড ক্যামেরনের একটি 'ফেইক' অ্যাকাউন্ট ফলো করেন। কয়েকদিন
আগে ডেভিড ক্যামেরনের নামের অ্যাকাউন্ট থেকে হলিউড ছবি স্টার ট্রেক নিয়ে
একটি টুইট করার পর থলের বিড়াল বেরিয়ে আসে।
ওবামার
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রায় ছয় লক্ষ ৪৫ হাজার জনকে ফলো করা হয়,
যার মধ্যে ওই ভুয়া ডেভিড ক্যামেরনের একাউন্টটিও রয়েছে। অপরদিকে ডেভিড
ক্যামেরন তার টুইটার অ্যাকাউন্ট থেকে ৩৮২ জনকে ফলো করেন, যার মধ্যে ওবামার
অ্যাকাউন্টটিও রয়েছে।
ওবামার
টুইটার অ্যাকাউন্ট থেকে এত দিন @devidcameron অ্যাকাউন্টটিকে ফলো করা হত,
যেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আসল টুইটার অ্যাকাউন্ট
হল @david_cameron। সূত্র: টেলিগ্রাফ
0 coment rios: