ঝিনাইদহের সদর হাসপাতালে শেফালী খাতুন (২৫) নামে এক মা একসাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। শনিবার সকালে অপারেশন করে সন্তান তিনটি ভুমি...
ঝিনাইদহের
সদর হাসপাতালে শেফালী খাতুন (২৫) নামে এক মা একসাথে তিনটি পুত্র সন্তানের
জন্ম দিয়েছে। শনিবার সকালে অপারেশন করে সন্তান তিনটি ভুমিষ্ট করা হয়।
জন্মের পর মা ও সন্তান সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিনাইদহ
সদর
হাসপাতালের গাইনী বিভাগের সার্জন ডা. মোঃ এমদাদুল হক জানান, পৌরসভার
কাঞ্চনপুর গ্রামের সাগর মিয়ার স্ত্রী শেফালী খাতুন বাচ্চা প্রসবের জন্য
হাসপাতালে ভর্তি হন। এ সময় তার সিজারিয়ান অপারেশনের মাধমে তিনটি সন্তান
ভুমিষ্ট করা হয়। তিনি জানান, তিন বছর আগেও তার কোল জুড়ে একটি পুুত্র সন্তান
এসেছিল কিন্তু জন্মাবার দুই দিন পর সে শিশুটি মারা যায়।