কোনো কাজই অসম্মানের নয়। এবিষয়ে কথা বলতে গিয়ে ভারতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি বললেন, ১৫ বছর আগে মুম্বাইয়ের হোটেলে বাসনও মেজেছ...
কোনো কাজই অসম্মানের নয়। এবিষয়ে কথা বলতে গিয়ে ভারতের মানবসম্পদ
উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি বললেন, ১৫ বছর আগে মুম্বাইয়ের হোটেলে বাসনও
মেজেছেন তিনি। মঙ্গলবার এক সম্মেলনে একথা বলেন তিনি।
মিস্ত্রিই হোক বা প্লাম্বার,কারও কাজই ছোট নয়। এই ধারনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই তাকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, ‘আপনি প্লাম্বারই হোন, বা মেকানিক, কোনো কাজেই কোনো লজ্জা থাকা উচিৎ নয়। আমি একজন মন্ত্রী হয়ে বলতে পারি ১৫ বছর আগে আমি মুম্বাইয়ের হোটেলে বাসন মেজেছি।’ তার মতে কাজটাই গুরুত্বপূর্ণ, যে কাজই হোক।- ওয়েবসাইট
মিস্ত্রিই হোক বা প্লাম্বার,কারও কাজই ছোট নয়। এই ধারনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বই তাকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, ‘আপনি প্লাম্বারই হোন, বা মেকানিক, কোনো কাজেই কোনো লজ্জা থাকা উচিৎ নয়। আমি একজন মন্ত্রী হয়ে বলতে পারি ১৫ বছর আগে আমি মুম্বাইয়ের হোটেলে বাসন মেজেছি।’ তার মতে কাজটাই গুরুত্বপূর্ণ, যে কাজই হোক।- ওয়েবসাইট