মাইক্রোসফটের
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ উইন্ডোজ ১০ এ আর ইন্টারনেট
এক্সপ্লোরার থাকছে না। ইন্টারনেট ব্রাউজ করার জন্য নতুন একটি ব্রাউজার
উইন্ডোজ ১০ এর সাথে যোগ করা হবে বলে মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত নতুন এই ব্রাউজারের নাম প্রকাশ করেনি মাইক্রোসফট। নতুন
ব্রাউজারটির কোড নাম রাখা হয়েছে 'প্রজেক্ট স্পার্টান'।
গত
কয়েক বছর থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা
হারাচ্ছিল। ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন সংস্করণগুলোও ব্যবহারকারীদের
মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়। আর সে কারণেই নতুন একটি ব্রাউজারের কাজ শুরু
করেছে মাইক্রোসফট।
গত
২১ জানুয়ারি উইন্ডোজ ১০ এর কনজিউমার প্রিভিউ অনুষ্ঠানে নতুন ব্রাউজারের
কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে মাইক্রোসফট। প্রযুক্তি পণ্য সাইটগুলো বলছে
উইন্ডোজ ফোনের মোবাইল অ্যাসিস্ট্যান্ট 'কর্টানা' ও নতুন এই ব্রাউজারটি
একসাথে ব্যবহারকারীদের তথ্য খুঁজে পেতে সহায়তা করবে। এছাড়াও নতুন এই
ব্রাউজারটির সাহায্যে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারের এক নতুন অভিজ্ঞতা
লাভ করবে বলে দাবি করেছে মাইক্রোসফট। সূত্র: ভার্জ
0 coment rios: