হালের বলিউডের প্রথম সারির এ নায়িকার অভিষেক ঘটেছিল ২০০৭ সালের ব্লকবাস্টার
হিট সিনেমা 'ওম শান্তি ওম'-এর মাধ্যমে। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী দীপিকা
পাডুকোনে ২৯-এ পা দিয়েছেন। তার জন্মদিনে তার সম্পর্কে জেনে নেয়া যাক অজানা
কিছু তথ্য তথ্য।
# বেঙ্গালুরুর এক তামিল পরিবারের মেয়ে দীপিকার জন্ম হয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।
# দীপিকার বাবা ছিলেন ভারতের খ্যাতনামা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। দীপিকা নিজেও জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন। রাজ্য পর্যায়ে ভলিবলও খেলতেন তিনি।
# রূপালী পর্দায় দীপিকার আবির্ভাব কানাড়া সিনেমা ঐশ্বরিয়ার মধ্য দিয়ে।
মডেল হিসেবে খ্যাতি পাওয়ার পর হিমেশ রেশামিয়ার 'নাম হ্যায় তেরা' মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দীপিকা। ওই গানে দীপিকাকে দেখেই ফারাহ খান ওম শান্তি ওম’-এর নায়িকা হিসেবে তাকে নির্বাচন করেন।'চাঁদনি চক টু চায়না' সিনেমার জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসুতে প্রশিক্ষণ নিয়েছিলেন দীপিকা। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোতে কোনো স্টান্টম্যান ব্যবহার না করে নিজেই অভিনয় করেছিলেন তিনি।
২০১২ সালের সিনেমা 'ককটেইল'-এর দুটি চরিত্রের মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ পেয়েছিলেন দীপিকা। চিত্রনাট্য পড়ে দীপিকা নিজেই স্বাধীনচেতা ভেরোনিকার চরিত্রটি বেছে নেন।
'ওম শান্তি ওম'-এরপর শাহরুখ খানের বিপরীতে দীপিকাকে দেখা গেছে আরো দুটি সিনেমা 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এ। গত ৭ বছরের মধ্যে দীপিকাই হলেন একমাত্র অভিনেত্রী যিনি শাহরুখের সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন।
শাহরুখের পাশাপাশি অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের মতো তারকার সঙ্গেও কাজ করেছেন দীপিকা। কিন্তু আমির এবং সালমান খানের বিপরীতে অভিনয় করেননি এখনো।
আমির খানের বিপরীতে 'ধুম থ্রি' এবং শাহরুখ খানের বিপরীতে 'যাব তাক হ্যায় জান' সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা। দুটোই তিনি ফিরিয়ে দেয়ায় চরিত্রগুলো চলে যায় ক্যাটরিনা কাইফের হাতে।
সালমান খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব তিন বার ফিরিয়ে দিয়েছেন দীপিকা। 'শুদ্ধি', 'সুলতান' এবং 'কিক' সিনেমার আইটেম গানে সালমানের বিপরীতে পর্দায় আবির্ভূত হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
# বেঙ্গালুরুর এক তামিল পরিবারের মেয়ে দীপিকার জন্ম হয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।
# দীপিকার বাবা ছিলেন ভারতের খ্যাতনামা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। দীপিকা নিজেও জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন। রাজ্য পর্যায়ে ভলিবলও খেলতেন তিনি।
# রূপালী পর্দায় দীপিকার আবির্ভাব কানাড়া সিনেমা ঐশ্বরিয়ার মধ্য দিয়ে।
মডেল হিসেবে খ্যাতি পাওয়ার পর হিমেশ রেশামিয়ার 'নাম হ্যায় তেরা' মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দীপিকা। ওই গানে দীপিকাকে দেখেই ফারাহ খান ওম শান্তি ওম’-এর নায়িকা হিসেবে তাকে নির্বাচন করেন।'চাঁদনি চক টু চায়না' সিনেমার জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসুতে প্রশিক্ষণ নিয়েছিলেন দীপিকা। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোতে কোনো স্টান্টম্যান ব্যবহার না করে নিজেই অভিনয় করেছিলেন তিনি।
২০১২ সালের সিনেমা 'ককটেইল'-এর দুটি চরিত্রের মধ্যে যে কোনো একটি বেছে নেয়ার সুযোগ পেয়েছিলেন দীপিকা। চিত্রনাট্য পড়ে দীপিকা নিজেই স্বাধীনচেতা ভেরোনিকার চরিত্রটি বেছে নেন।
'ওম শান্তি ওম'-এরপর শাহরুখ খানের বিপরীতে দীপিকাকে দেখা গেছে আরো দুটি সিনেমা 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এ। গত ৭ বছরের মধ্যে দীপিকাই হলেন একমাত্র অভিনেত্রী যিনি শাহরুখের সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন।
শাহরুখের পাশাপাশি অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের মতো তারকার সঙ্গেও কাজ করেছেন দীপিকা। কিন্তু আমির এবং সালমান খানের বিপরীতে অভিনয় করেননি এখনো।
আমির খানের বিপরীতে 'ধুম থ্রি' এবং শাহরুখ খানের বিপরীতে 'যাব তাক হ্যায় জান' সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা। দুটোই তিনি ফিরিয়ে দেয়ায় চরিত্রগুলো চলে যায় ক্যাটরিনা কাইফের হাতে।
সালমান খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব তিন বার ফিরিয়ে দিয়েছেন দীপিকা। 'শুদ্ধি', 'সুলতান' এবং 'কিক' সিনেমার আইটেম গানে সালমানের বিপরীতে পর্দায় আবির্ভূত হওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেন তিনি।
0 coment rios: