
গানটিতে পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ। ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান।
পড়শী বলেন, এটা আমার জন্য খুব সম্মানের। ভেভোতে দেড় মাসে আগে নিজের চ্যানেল চালুর জন্য আবেদন করেছিলাম। সঙ্গে কিছু ভিডিও গানও পাঠিয়েছিলাম। তারা তাদের সব শর্তগুলো যাচাই-বাছাই শেষে শনিবার চ্যানেলটি চালু করে। আশা করছি, অল্পকিছু দিনের মধ্যে আরও কয়েকটি গান এখানে প্রকাশ হবে। আমার ডিজিটাল অংশীদার হিসেবে কাজ করছে কাইনেটিক মিউজিক। তারাই বিষয়টির তদারকি করছে।
বাংলাদেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে পড়শীই প্রথম যার গানের ভিডিও ভেভোতে প্রকাশ হলো। এর আগে জুয়েল মোর্শেদের গান এখানে শেয়ার হয়েছিল। এছাড়া গানটির ভিডিও চলতি মাসে আইটিউনসেও প্রকাশ করা হয়েছে।
0 coment rios: