পুলিশের ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । আজ সোমবার সন্ধা সাড়ে ৭ টা...
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের
ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধা সাড়ে
৭ টার দিকে গুলশানে
কার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে
পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ
কামাল খান সোহেল।

এ বিষয়ে তিনি আরো
বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ
কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু
বিকেলে গুলশান কার্যালয়ের সামনে
পুলিশের পিপার স্প্রেতে তিনি
বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের
রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন
গণতন্ত্র হত্যা দিবসে জনসভা
ও কালো পতাকা মিছিলে
অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল
বিকেল পৌনে ৪ টার
দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ
দুরত্বে এসেই তার ঢাকা
মেট্রো ঘ ১৩-২৬১২
গাড়িটি প্রধান ফটকে কাছে
আটকে যায়। কারন
প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা
বাহিনী আগেই তালা ঝুলিয়ে
দেয়। বেশ
কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান
করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি।
নয়াপল্টনের
উদ্দেশে রওনা দেওয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে
নেমে আসলে উপস্থিত মহিলা
দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন
ধরনের স্লোগান শুরু করেন।
বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের
কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের
কাছে গেট খুলে দেওয়ার
অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা
প্রাক্তন আইজিপি এম এ
কাইয়ুম। কিন্তু
গেট না খোলায় নেতাকর্মীরা
গেট ধরে ধাক্কাধাক্কি করতে
থাকে। একপর্যায়ে
অপর পাশ দিয়ে পিপার
স্প্রে ছোঁড়ে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায়
১০ নেতাকর্মী আহত হন।
-
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া। আজ সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গুলশানে কার রাজনৈতিক
কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
মাারুফ কামাল খান বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এামুন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন গণতন্ত্র হত্যা দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন। - See more at: http://www.bkagoj1.com/online/2015/01/05/36095.php#sthash.i2SdZx7c.dpuf
মাারুফ কামাল খান বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এামুন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন গণতন্ত্র হত্যা দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন। - See more at: http://www.bkagoj1.com/online/2015/01/05/36095.php#sthash.i2SdZx7c.dpuf
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া। আজ সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গুলশানে কার রাজনৈতিক
কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
মাারুফ কামাল খান বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এামুন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন গণতন্ত্র হত্যা দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন। - See more at: http://www.bkagoj1.com/online/2015/01/05/36095.php#sthash.i2SdZx7c.dpuf
মাারুফ কামাল খান বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এামুন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন গণতন্ত্র হত্যা দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন। - See more at: http://www.bkagoj1.com/online/2015/01/05/36095.php#sthash.i2SdZx7c.dpuf
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের
ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধা সাড়ে
৭ টার দিকে গুলশানে
কার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে
পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ
কামাল খান সোহেল।
মাারুফ
কামাল খান বলেন, পিপার
স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু
তাই নয় সেখানে অবস্থান
করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি
বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক
অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত
চিকিৎসক ডা. এামুন এর
নেতৃত্বে একটি মেডিকেল টিম
গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন।
এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা
হয়েছে।
এ বিষয়ে তিনি আরো
বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ
কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু
বিকেলে গুলশান কার্যালয়ের সামনে
পুলিশের পিপার স্প্রেতে তিনি
বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের
রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন
গণতন্ত্র হত্যা দিবসে জনসভা
ও কালো পতাকা মিছিলে
অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল
বিকেল পৌনে ৪ টার
দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ
দুরত্বে এসেই তার ঢাকা
মেট্রো ঘ ১৩-২৬১২
গাড়িটি প্রধান ফটকে কাছে
আটকে যায়। কারন
প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা
বাহিনী আগেই তালা ঝুলিয়ে
দেয়। বেশ
কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান
করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি।
নয়াপল্টনের
উদ্দেশে রওনা দেওয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে
নেমে আসলে উপস্থিত মহিলা
দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন
ধরনের স্লোগান শুরু করেন।
বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের
কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের
কাছে গেট খুলে দেওয়ার
অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা
প্রাক্তন আইজিপি এম এ
কাইয়ুম। কিন্তু
গেট না খোলায় নেতাকর্মীরা
গেট ধরে ধাক্কাধাক্কি করতে
থাকে। একপর্যায়ে
অপর পাশ দিয়ে পিপার
স্প্রে ছোঁড়ে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায়
১০ নেতাকর্মী আহত হন।
-
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের
ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধা সাড়ে
৭ টার দিকে গুলশানে
কার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে
পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ
কামাল খান সোহেল।
মাারুফ
কামাল খান বলেন, পিপার
স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু
তাই নয় সেখানে অবস্থান
করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি
বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক
অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত
চিকিৎসক ডা. এামুন এর
নেতৃত্বে একটি মেডিকেল টিম
গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন।
এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা
হয়েছে।
এ বিষয়ে তিনি আরো
বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ
কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু
বিকেলে গুলশান কার্যালয়ের সামনে
পুলিশের পিপার স্প্রেতে তিনি
বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের
রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন
গণতন্ত্র হত্যা দিবসে জনসভা
ও কালো পতাকা মিছিলে
অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল
বিকেল পৌনে ৪ টার
দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ
দুরত্বে এসেই তার ঢাকা
মেট্রো ঘ ১৩-২৬১২
গাড়িটি প্রধান ফটকে কাছে
আটকে যায়। কারন
প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা
বাহিনী আগেই তালা ঝুলিয়ে
দেয়। বেশ
কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান
করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি।
নয়াপল্টনের
উদ্দেশে রওনা দেওয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে
নেমে আসলে উপস্থিত মহিলা
দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন
ধরনের স্লোগান শুরু করেন।
বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের
কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের
কাছে গেট খুলে দেওয়ার
অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা
প্রাক্তন আইজিপি এম এ
কাইয়ুম। কিন্তু
গেট না খোলায় নেতাকর্মীরা
গেট ধরে ধাক্কাধাক্কি করতে
থাকে। একপর্যায়ে
অপর পাশ দিয়ে পিপার
স্প্রে ছোঁড়ে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায়
১০ নেতাকর্মী আহত হন।
-
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের
ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধা সাড়ে
৭ টার দিকে গুলশানে
কার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে
পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ
কামাল খান সোহেল।
মাারুফ
কামাল খান বলেন, পিপার
স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু
তাই নয় সেখানে অবস্থান
করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি
বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক
অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত
চিকিৎসক ডা. এামুন এর
নেতৃত্বে একটি মেডিকেল টিম
গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন।
এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা
হয়েছে।
এ বিষয়ে তিনি আরো
বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ
কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু
বিকেলে গুলশান কার্যালয়ের সামনে
পুলিশের পিপার স্প্রেতে তিনি
বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের
রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন
গণতন্ত্র হত্যা দিবসে জনসভা
ও কালো পতাকা মিছিলে
অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল
বিকেল পৌনে ৪ টার
দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ
দুরত্বে এসেই তার ঢাকা
মেট্রো ঘ ১৩-২৬১২
গাড়িটি প্রধান ফটকে কাছে
আটকে যায়। কারন
প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা
বাহিনী আগেই তালা ঝুলিয়ে
দেয়। বেশ
কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান
করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি।
নয়াপল্টনের
উদ্দেশে রওনা দেওয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে
নেমে আসলে উপস্থিত মহিলা
দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন
ধরনের স্লোগান শুরু করেন।
বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের
কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের
কাছে গেট খুলে দেওয়ার
অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা
প্রাক্তন আইজিপি এম এ
কাইয়ুম। কিন্তু
গেট না খোলায় নেতাকর্মীরা
গেট ধরে ধাক্কাধাক্কি করতে
থাকে। একপর্যায়ে
অপর পাশ দিয়ে পিপার
স্প্রে ছোঁড়ে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায়
১০ নেতাকর্মী আহত হন।
-
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের
ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধা সাড়ে
৭ টার দিকে গুলশানে
কার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে
পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ
কামাল খান সোহেল।
মাারুফ
কামাল খান বলেন, পিপার
স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু
তাই নয় সেখানে অবস্থান
করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি
বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক
অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত
চিকিৎসক ডা. এামুন এর
নেতৃত্বে একটি মেডিকেল টিম
গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন।
এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা
হয়েছে।
এ বিষয়ে তিনি আরো
বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ
কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু
বিকেলে গুলশান কার্যালয়ের সামনে
পুলিশের পিপার স্প্রেতে তিনি
বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের
রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন
গণতন্ত্র হত্যা দিবসে জনসভা
ও কালো পতাকা মিছিলে
অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল
বিকেল পৌনে ৪ টার
দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ
দুরত্বে এসেই তার ঢাকা
মেট্রো ঘ ১৩-২৬১২
গাড়িটি প্রধান ফটকে কাছে
আটকে যায়। কারন
প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা
বাহিনী আগেই তালা ঝুলিয়ে
দেয়। বেশ
কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান
করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি।
নয়াপল্টনের
উদ্দেশে রওনা দেওয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে
নেমে আসলে উপস্থিত মহিলা
দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন
ধরনের স্লোগান শুরু করেন।
বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের
কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের
কাছে গেট খুলে দেওয়ার
অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা
প্রাক্তন আইজিপি এম এ
কাইয়ুম। কিন্তু
গেট না খোলায় নেতাকর্মীরা
গেট ধরে ধাক্কাধাক্কি করতে
থাকে। একপর্যায়ে
অপর পাশ দিয়ে পিপার
স্প্রে ছোঁড়ে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায়
১০ নেতাকর্মী আহত হন।
-
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের
ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধা সাড়ে
৭ টার দিকে গুলশানে
কার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে
পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ
কামাল খান সোহেল।
মাারুফ
কামাল খান বলেন, পিপার
স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু
তাই নয় সেখানে অবস্থান
করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি
বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক
অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত
চিকিৎসক ডা. এামুন এর
নেতৃত্বে একটি মেডিকেল টিম
গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন।
এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা
হয়েছে।
এ বিষয়ে তিনি আরো
বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ
কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু
বিকেলে গুলশান কার্যালয়ের সামনে
পুলিশের পিপার স্প্রেতে তিনি
বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের
রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন
গণতন্ত্র হত্যা দিবসে জনসভা
ও কালো পতাকা মিছিলে
অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল
বিকেল পৌনে ৪ টার
দিকে রওনা হন।
কিন্তু মাত্র ১০ গজ
দুরত্বে এসেই তার ঢাকা
মেট্রো ঘ ১৩-২৬১২
গাড়িটি প্রধান ফটকে কাছে
আটকে যায়। কারন
প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা
বাহিনী আগেই তালা ঝুলিয়ে
দেয়। বেশ
কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান
করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি।
নয়াপল্টনের
উদ্দেশে রওনা দেওয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে
নেমে আসলে উপস্থিত মহিলা
দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন
ধরনের স্লোগান শুরু করেন।
বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের
কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের
কাছে গেট খুলে দেওয়ার
অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা
প্রাক্তন আইজিপি এম এ
কাইয়ুম। কিন্তু
গেট না খোলায় নেতাকর্মীরা
গেট ধরে ধাক্কাধাক্কি করতে
থাকে। একপর্যায়ে
অপর পাশ দিয়ে পিপার
স্প্রে ছোঁড়ে পুলিশ।
এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায়
১০ নেতাকর্মী আহত হন।
-
পুলিশের
ছোঁড়া পিপার স্প্রে গ্যাসের ঝাঁজে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া। আজ সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে গুলশানে কার রাজনৈতিক
কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সাংবাদিকদের জানিয়েছেন
তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
মাারুফ কামাল খান বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এামুন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন গণতন্ত্র হত্যা দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন। - See more at: http://www.bkagoj1.com/online/2015/01/05/36095.php#sthash.i2SdZx7c.dpuf
মাারুফ কামাল খান বলেন, পিপার স্প্রেতে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছেন। শুধু তাই নয় সেখানে অবস্থান করা অন্যরাও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরিক অবস্থা চেকআপের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এামুন এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়া অন্যদের চিকিৎসার জন্য আরো দু’জন চিকিৎসক আনা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরদ্ধ বিএনপি চেয়াপারসন গণতন্ত্র হত্যা দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেল পৌনে ৪ টার দিকে রওনা হন। কিন্তু মাত্র ১০ গজ দুরত্বে এসেই তার ঢাকা মেট্রো ঘ ১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকে কাছে আটকে যায়। কারন প্রধান ফটকে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আগেই তালা ঝুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ নিজের গাড়িতে অবস্থান করে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোঁড়ে পুলিশ। এর প্রতিক্রিয়ায় তিন সাংবাদিকসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হন। - See more at: http://www.bkagoj1.com/online/2015/01/05/36095.php#sthash.i2SdZx7c.dpuf