মুনাফার রেকর্ড গড়েছে আইফোন নির্মাতা
কোম্পানি অ্যাপল। অ্যাপলের চলমান অর্থ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি
১৮ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করেছে। এর আগে ২০১২ সালে তেল কোম্পানি এক্সন
মোবিল তাদের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ ১৫ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার
মুনাফা করেছিল।
কোম্পানিটির
মুনাফা বৃদ্ধির পেছনে রয়েছে আইফোন বিক্রি। আইফোন-৬ বাজারে ছাড়ার পর তিন
মাসে সাড়ে ৭৪ মিলিয়ন ইউনিট বিক্রি করেছে, যা ছিল বাজার বিশ্লেষকদের
প্রত্যাশার চেয়েও বেশি। আইফোনের বাজার সম্প্রসারণের পেছনে রয়েছে বিশ্বের
সর্ববৃহৎ বাজার চীনে বিক্রি বৃদ্ধি। চীনে অ্যাপলের পণ্য ৭০ শতাংশ বৃদ্ধি
পেয়েছে এবং এখন পর্যন্ত বাড়ছে।
কোম্পানিটির
প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বিবিসিকে জানিয়েছেন, আইফোনের চাহিদাকে
'প্রত্যাশার চেয়েও বেশি' হিসেবে বলেছেন। তবে আইপ্যাডের বিক্রি এখনো কমতির
দিকে। ২০১৪ সালে আইপ্যাড বিক্রি তার আগের বছরের চেয়ে ১৮ শতাংশ কম ছিল।
অ্যাপলের
সর্বশেষ বড় পর্দার আইফোন-৬ প্লাস মুনাফা বৃদ্ধিতে সবচেয়ে বেশি কাজে
লেগেছে। প্রতিটি ফোনে তারা ২ শতাংশ থেকে ৩৯.৯ শতাংশ পর্যন্ত মুনাফা করে
থাকে। সূত্র: বিবিসি
0 coment rios: