নূর হোসেন বললে সবার চোখে ভেসে ওঠে একটি ছবি- নব্বইয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে বুকে ও পিঠে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি ...

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক ‘নূর হোসেন’কে দেখলো জনতা। কিন্তু তাকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ করে শহীদ নূর হোসেনের বেশভূষায় একটি যুবক নয়াপল্টনের রাস্তায় বেরিয়ে আসেন। তার কোমরে সাদা শার্ট বাধা। আলগা শরীরের বুকে লেখা- ‘স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান।
কিন্তু সকাল নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের একটি গলি থেকে রাস্তায় আসা মাত্র দেলোয়ার হোসেন নামের (২৮) ওই যুবককে আটক করে পুলিশ।
এ সময় দেলোয়ার পুলিশকে বলতে থাকেন, আমি এখানে কোনো সহিংসতা করতে আসিনি। প্রতিবাদ জানাতে এসেছি। সেটাও আপনারা করতে দিচ্ছেন না।
পুলিশ জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।