মাত্র ৪৮৭ বাইটে
একটি কম্পিউটার গেম! ফ্রান্সের একজন কম্পিউটার প্রোগ্রামার সম্প্রতি এমনই
একটি দাবা খেলার প্রোগ্রাম রচনা করে প্রযুক্তি জগতের সবাইকে তাক লাগিয়ে
দিয়েছেন।
বুটচেস নামের
৪৮৭ বাইটের গেমটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমকে সমর্থন করে।
এর আগে ১৯৮২ সালে এমনই একটি ক্ষুদ্র দাবার গেম তৈরি করে রেকর্ড গড়া
হয়েছিল। তখন তৈরি করা ওই গেমটির আয়তন ছিল ৬৭২ বাইট।
বুটচেস
এর নির্মাতা অলিভিয়ার পাউয়েড বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, 'প্রথম
দিকে আমার মনে হয়েছিল এত ছোট একটি দাবা খেলার প্রোগ্রাম তৈরি করা অসম্ভব
ব্যাপার। এই গেমটি অন্য প্রোগ্রামারদেরকে ছোট প্রোগ্রাম তৈরি করতে উৎসাহিত
করবে'। সূত্র: বিবিসি
0 coment rios: