
দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ঢাকাসহ খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা এড়াতে সকাল থেকেই প্রস্তুতি নিয়েছে পুলিশ।
বুধবার সকাল থেকে রাজধানী মিরপুরের পল্লবী, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১ নম্বর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে বিশেষ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
এ ছাড়া রাজধানীর রামপুরা, মালিবাগ, মগবাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকাতেও পুলিশ সতর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ সৈয়দ জিয়াউজ্জামান জানান, হরতালে নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। হরতালে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে সেদিকে নজরদারি রাখা হচ্ছে।
প্রসঙ্গত, নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে অবরোধের মধ্যেই রাজধানীসহ ঢাকা বিভাগের ১৭ এবং খুলনা বিভাগের ১০ জেলায় এ হরতাল চলছে।
0 coment rios: