ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ খুলনা বিভাগীয় ক্রিকেটের ফাইনাল আজ মঙ্গলবার। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে সকাল ৯ টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে মাগুরা ও বাগেরহাট জেলা।
রোববার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো খুলনা ও বাগেরহাট জেলার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। শনিবার বৃষ্টির কারণে মাঠ অনেকাংশে ছিলো খেলার অনুপোযোগি। রোববার মাঠ খেলার উপযোগি হয়ে ওঠে দুপুর দুইটার দিকে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ২টা বিশ মিনিটে মাঠে গড়ায় নতুন করে ওভার নির্ধারণ করে। ওভার নির্ধারিত হয় ২০। এর ফলে ওয়ানডে ম্যাচটি অনেকাংশে হয়ে পড়ে টি-২০ ম্যাচে।
টস জিতে ফিল্ডিংয়ে নামে খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানে দলীয় স্কোর গড়ে তোলে। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে সঠিক পথেই হাঁটছিলো খুলনা। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। রুদ্ধশ্বাস অবস্থায় তাদের দলীয় স্কোর থেমে যায় নির্ধারিত ওভার শেষে ১১৬ রানে। এর ফলে বাগেরহাট জয় তুলে নেয় ৩ রানে।
এর আগে বাগেরহাটের ব্যাটিং সূচনা মোটেও ভালো হয়নি। দলীয় স্কোরে কোন রান যোগ না হতেই বিদায় নিতে হয় দলের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। তবে দলের ভিত গড়তে নামা অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমনের ৪৬ বলে ৫৩ রান ও মিডল অর্ডারে দলের হাল ধরতে নামা শাহারিয়ারের ২৬ বলে ৩৬ রানের কল্যাণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে বড় ভূমিকা রাখে।
খুলনার পক্ষে শাহাদত হোসেন ৩টি, এছাড়া আব্দুল্লাহ ২টি উইকেট দখল করেন।
জবাবে খুলনা ব্যাট করতে নেমে জয়ের জন্য সঠিক পথেই হাঁটছিলো। যদিও তাদের দলগত অর্ধশত রান পূর্ণ হতেই খুঁইয়ে বসে ৬ উইকেট। নবম উইকেট জুঁটিতে জয়ের জন্য তাদের শেষ বলে প্রয়োজন হয়ে দাঁড়ায় ৫ রানে। কিন্তু তারা শেষ বলে দুইটি রান সংগ্রহ করলে পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়।
উল্লেখ্য, খুলনা এবারের আসরে নীট রান রেটে এগিয়ে থাকার কল্যাণে চতুর্থ দল হিসেবে সেমিতে জায়গা করে নেয়।
বাগেরহাটের পক্ষে ইউসুফ ও আব্দুল্লাহ খান উভয়ে ২টি করে উইকেট দখল করেন।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন লাবু জোয়ার্দ্দার ও শাহনেওয়াজ রুশো। স্কোরার ইব্রাহিম জামাল।
৬ জানু, ২০১৫
Author: Online Desk
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: