জার্মান গবেষকরা জুতার-আকৃতির একটি যন্ত্র নির্মাণ করেছেন যেটা হাঁটার সময় শক্তি সংগ্রহ করে। খবর বিবিসি’র।
প্রযুক্তিটি ব্যাটারির ছাড়াই বৈদ্যুতিক সংবেদনশীল যন্ত্রে শক্তি দিতে ব্যবহার করা যাবে।
দুইটি পৃথক যন্ত্র রয়েছে এর একটি ‘কম্পন শক্তিসঞ্চয়কারী’ যেটা পায়ের
গোড়ালি নিচে পড়লেই শক্তি সঞ্চয় করে। এবং অন্যটি ‘দোলন শক্তিসঞ্চয়কারী’
যেটা পা দোলানো বা পা ফেলে সামনের দিকে এগুলে শক্তি উৎপন্ন করে।
গবেষণার সারসংক্ষেপ ‘জার্নাল স্মার্ট ম্যাটারিয়ালস এন্ড স্ট্রাকচার’ নিবন্ধে প্রকাশিত হয়েছে।
0 coment rios: