
বোয়ালিয়া মডেল থানার ওসি খন্দকার নূর হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে ২৫ থেকে ৩০ জন লোক কালো কাপড়ে মুখ ঢেকে উপশহর নিউ মার্কেটের পাশে আওয়ামী লীগের ওই কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরে তারা সরকবিরোধী স্লোগান দিতে দিতে চলে যায় বলে স্থানীরা পুলিশকে জানিয়েছেন।
আগুনে কার্যালয়ে রাখা দুটি মোটরসাইকেল, টেলিভিশন ও চেয়ার টেবিলসহ দেয়ালে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়ে গেছে বলে জানান তিনি।
ওসি জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর রশিদ দেওয়ান নামের স্থানীয় এক জামায়াত কর্মীসহ দুই জনকে তারা আটক করেছেন।
এর আগে সকাল ৬টার দিকে বিনোদপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় বিলবোর্ড ভেঙে দেয় একদল দুর্বৃত্ত।
এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাড়ির সামনে একটি হাতবোমা ফাটানো হয় বলেও মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান।
0 coment rios: