শীত-শীত হাওয়া ও কুয়াশা এফডিসির চত্বর জুড়ে। এ সময়টা বলতে গেলে প্রায় ফাঁকা গোটা এফডিসি। কোথাও কোনো শুটিং সেট নেই। তবে ৩ নম্বর ফ্লোরে একটি ছব...

এ ফ্লোরে একটি বিজ্ঞাপন নির্মাণের কাজ চলছে। জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ ফ্লোরে ক্রিকেট খেলছেন। এ পেসার একের পর এক বল করে যাচ্ছেন। হ্যাঁ, সত্যিই তিনি এফডিসিতে বোলিং করছিলেন। তবে কাউকে আউট করতে নয়। তিনি বল করছিলেন ফাঁকা মাঠে।
মাশরাফি গোডরেজ বাংলাদেশের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। নতুন এ বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্যই এফডিসিতে তার আগমন।
গোডরেজ বাংলাদেশ এর ব্র্যান্ড এক্সিকিউটিভ এস.এম মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষে নতুন এ বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। পণ্যটি হলো মশা নিরোধক গুড নাইট অ্যাডভান্সড ফার্স্ট কার্ড। এর মডেল হয়েছে মাশরাফি। আর এটি পরিচালনা করেছেন গাজী শুভ্র।
তিনি আরো জানান, আসছে বিশ্বকাপে খেলা চলাকালীন বিভিন্ন টিভি চ্যানেলে এ বিজ্ঞাপনটি প্রচার করা হবে। মাশরাফি বিজ্ঞাপনচিত্রে এবারই প্রথম নয়। এর আগেও তিনি পেপসি ও জিলেট ব্লেডসহ বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।
১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। চলবে ২৯ মার্চ পর্যন্ত। আইসিসির ক্রিকেট বিশ্বকাপের জন্য এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন