স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম সুন্দর ফোন হচ্ছে গ্যালাক্সি আলফা। ব্যাটারি ব্যাকআপ সমস্যা ছাড়া এতে তেমন কোন সমস্যা নেই। কিন্তু...

অপরদিকে গ্যালাক্সি এ৫ (Galaxy A5) মিড রেঞ্জের ফোন হিসাবে আলফার থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছে। A5 সেটটি আলফার ডিজাইনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে যাতে স্লিম ও মেটালিক ডিজাইনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এটি গত মাসে চীনে লঞ্চ করা হয়। স্যামসাংয়ের নিজদেশে (দক্ষিণ কোরিয়ায়) এটি জানুয়ারি আথবা ফেব্রুয়ারির দিকে আসবে। এর দাম হবে ৩৬০ ডলারের মত।