
অপরদিকে গ্যালাক্সি এ৫ (Galaxy A5) মিড রেঞ্জের ফোন হিসাবে আলফার থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছে। A5 সেটটি আলফার ডিজাইনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে যাতে স্লিম ও মেটালিক ডিজাইনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এটি গত মাসে চীনে লঞ্চ করা হয়। স্যামসাংয়ের নিজদেশে (দক্ষিণ কোরিয়ায়) এটি জানুয়ারি আথবা ফেব্রুয়ারির দিকে আসবে। এর দাম হবে ৩৬০ ডলারের মত।
0 coment rios: